Wellcome to National Portal
Main Comtent Skiped

পরিবার পরিকল্পনা

 

 

গুনাইগাছ ইউনিয়নে গুনাইগাছ(গাব তলা) মৌজায় পরিবার পরিকল্পনা অফিসটি অবস্থিত।

কি সেবা কিভাবে পাবেন

 পরিবার পরিকল্পনা

 

        ছোট পরিবার সুখী পরিবার। পরিবারের কল্যাণই পরিকল্পনার উদ্দেশ্য। পরিবারের লোকসংখ্যা নিজেদের আয়ত্বের মধ্যে রেখে পরিবারের সুখ-শান্তি নিশ্চিত করা। ছোট পরিবার গঠন করার জন্য প্রয়োজন পরিবার পরিকল্পনার বা জন্ম নিয়ন্ত্রন। যে সব উপকরন বা যার মাধ্যমে গর্ভ সঞ্চারে বাধা প্রদান করা হয়, সে সমস্ত উপকরণ বা মাধ্যমকে পরিবার পরিকল্পনা বা জন্ম নিয়ন্ত্রন পদ্ধতি বলা হয়।

 

নিয়ন্ত্রন পদ্ধতি সমূহঃ-

 

১) অস্থায়ী ব্যবস্থা

   ক> জন্ম নিরোধ বড়ি, আযল, ইনজেকশন, নরপ্ল্যান, কপার-টি ( মহিলাদের জন্য)

   খ> কনডম (পুরুষের জন্য)

 

২) স্থীয় ব্যবস্থা

   ক> লাইগেশন ( মহিলাদের জন্য)

   খ> ভ্যাসেকটমি (পুরুষের জন্য)